skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাTMC Meeting Live: এমন শান্তিপূর্ণ নির্বাচন ভারত দেখেনি, পুরভোট নিয়ে বললেন মমতা

TMC Meeting Live: এমন শান্তিপূর্ণ নির্বাচন ভারত দেখেনি, পুরভোট নিয়ে বললেন মমতা

Follow Us :

বালিগঞ্জ: কলকাতা মেয়র কে হবেন, তা নিয়ে বৈঠকে বসেছে তৃণমূলে। আজ দুপুর ২টোয় দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে শুরু হয়েছে। উপস্থিত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়  সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কলকাতা ও সংলগ্ন এলাকার সাংসদ, বিধায়করাও উপস্থিত রয়েছেন।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

  • ১৩৪ জন কাউন্সিলরকে অন্তর থেকে অভিনন্দন। বিরোধী দলগুলির জয়ী প্রার্থীদেরও শুভেচ্ছা।
  • এতো শান্তিপূর্ণ নির্বাচন কেউ করে দেখাতে পারেনি। নির্বাচন গণতন্ত্রের উতসব 
  • আমি চাই না নির্দল প্রার্থীরা দলে আসুক। হেরে যাওয়া প্রার্থীদের পাশে থাকবে দল। 
  • আপনি ভালো কাজ করলে মানুষ আপনার প্রশংসা করবেই। 
  • আজ থেকেই কাউন্সিলররা কাজ শুরু করে দিন।
  • রাস্তার দিকে নজর দিন। পিচের উপর পিচ লাগাবেন না। রাস্তা ভেঙে নতুন করে রাস্তা করুন। 
  • ১ জানুয়ারি থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হচ্ছে। 
  • সুব্রতদাকে খুব মিস করছি। 
  • বস্তিবাসীদের জন্য দু’কামরার বাড়ি করে দেবে সরকার।

আরও পড়ুন: Firhad Hakim: আগামী পাঁচ বছরের জন্য কলকাতার মেয়র ফিরহাদ, ডেপুটি অতীন

  • সংখ্যালঘু এলাকায় থাকা বস্তিগুলি উন্নয়নের দিকে নজর দেবে সরকার।
  • কাজ ফেলে রাখা যাবে না। ৬ মাস বাদে কলকাতা পুরসভার কাজের রিভিউ হবে। কাজ করতে না পারলে সরকার, দল ব্যবস্থা নেবে। 
  • ৪০ জন নতুন কাউন্সিলরকে ভালো ভাবে কাজ শিখতে হবে।
  • জগাই-মাধাই-গদাই একসঙ্গে চলে, কংগ্রেস-বিজেপি-সিপিএমকে কটাক্ষ করে বললেন মমতা।
  • কলকাতাকে পৃথিবীর মধ্যে সেরা দেখতে চাই।
  • আগামী দুর্গাপুজো ১০ দিন আগে থেকে করব।
  • মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। চেয়ারর্পাসন হলেন মালা রায়।
  • ১৬টি বরো কমিটির মধ্যে ৯টিতেই মহিলা প্রধান।
  • ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা, মা-মাটি-মানুষ।
RELATED ARTICLES

Most Popular